এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <menuitem> ট্যাগ


<menuitem> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<menuitem> সাপোর্ট করে না সাপোর্ট করে না ৮.০ সাপোর্ট করে না সাপোর্ট করে না




সংজ্ঞা ও ব্যবহার

<menu> এলিমেন্টের জন্য মেনু আইটেম নির্ধারণ করতে <menuitem> ট্যাগটি ব্যবহার করা হয়।



নিচের উদাহরণে <menuitem> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <div style="border:1px solid #000;padding:20px;" contextmenu="clickmenu">
    <p>Right click inside  here....</p>

    <menu type="context" id="clickmenu">
      <menuitem label="Satt Accademy" onclick=""></menuitem>
    </menu>  
  </div>

</body>
</html>

বিঃদ্রঃ <menuitem> ট্যাগটি বর্তমানে শুধুমাত্র ফায়ারফক্স ব্রাউজারে সাপোর্ট করে।

ফলাফল





এট্রিবিউট

নিচের টেবিলে <menuitem> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ননা
checked checked যখন পেজ লোড হবে তখন মেনু আইটেম checked করে। (শুধুমাত্র type="radio" অথবা type="checkbox" এর ক্ষেত্রে)
command    
default default মেনু আইটেমকে ডিফল্ট কমান্ড হিসেবে নির্ধারণ করে।
disabled disabled উল্লেখিত মেনু আইটেমটিকে disable করে দেয়।
icon URL মেনু আইটেমের জন্য একটি আইকন নির্দিষ্ট করে।
label text আবশ্যক। মেনু আইটেমের জন্য একটি নাম নির্ধারণ করে যেটি ব্যবহারকারী সহজে দেখবে।
radiogroup groupname কমান্ড গ্রুপ এর নাম নির্দিষ্ট করবে যেটি টোগল হবে যখন মেনু আইটেম নিজে নিজে টোগল করবে। (শুধুমাত্র type="radio" এর ক্ষেত্রে)
type checkbox
command
radio
মেনু আইটেমের ধরন(type) নির্ধারণ করে। ডিফল্ট হলো "command"


<menuitem> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


সম্পর্কিত পেজ