এইচটিএমএল <menuitem> ট্যাগ
<menuitem>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<menuitem> |
সাপোর্ট করে না | সাপোর্ট করে না | ৮.০ | সাপোর্ট করে না | সাপোর্ট করে না |
সংজ্ঞা ও ব্যবহার
<menu>
এলিমেন্টের জন্য মেনু আইটেম নির্ধারণ করতে <menuitem>
ট্যাগটি ব্যবহার করা হয়।
নিচের উদাহরণে <menuitem>
ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<div style="border:1px solid #000;padding:20px;" contextmenu="clickmenu">
<p>Right click inside here....</p>
<menu type="context" id="clickmenu">
<menuitem label="Satt Accademy" onclick=""></menuitem>
</menu>
</div>
</body>
</html>
বিঃদ্রঃ <menuitem>
ট্যাগটি বর্তমানে শুধুমাত্র ফায়ারফক্স ব্রাউজারে সাপোর্ট করে।
ফলাফল
এট্রিবিউট
নিচের টেবিলে <menuitem>
ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ননা |
---|---|---|
checked | checked | যখন পেজ লোড হবে তখন মেনু আইটেম checked করে। (শুধুমাত্র type="radio" অথবা type="checkbox" এর ক্ষেত্রে) |
command | ||
default | default | মেনু আইটেমকে ডিফল্ট কমান্ড হিসেবে নির্ধারণ করে। |
disabled | disabled | উল্লেখিত মেনু আইটেমটিকে disable করে দেয়। |
icon | URL | মেনু আইটেমের জন্য একটি আইকন নির্দিষ্ট করে। |
label | text | আবশ্যক। মেনু আইটেমের জন্য একটি নাম নির্ধারণ করে যেটি ব্যবহারকারী সহজে দেখবে। |
radiogroup | groupname | কমান্ড গ্রুপ এর নাম নির্দিষ্ট করবে যেটি টোগল হবে যখন মেনু আইটেম নিজে নিজে টোগল করবে। (শুধুমাত্র type="radio" এর ক্ষেত্রে) |
type | checkbox command radio |
মেনু আইটেমের ধরন(type) নির্ধারণ করে। ডিফল্ট হলো "command" |
<menuitem>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |