এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <hr> ট্যাগ


<hr> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<hr> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

একটি ওয়েবপেজের মধ্যে অনেক ধরনের কন্টেন্ট থাকে। কোন কোন ক্ষেত্রে একটি কন্টেন্ট থেকে অন্য কন্টেন্টটি সম্পূর্ণ আলাদা হয়। এক্ষেত্রে <hr> ট্যাগের মাধ্যমে দুটি কন্টেন্টের মধ্যে বিষয়ভিত্তিক বিরতি নির্ধারণ করা হয়।

অর্থাৎ একটি এইচটিএমএল পেজের বিষয়বস্তুকে আলাদা করার জন্য <hr> ট্যাগটি ব্যবহার করা হয়।



নিচের উদাহরণে <hr> ট্যাগের মাধ্যমে দুটি কন্টেন্টের মাঝে বিষয়ভিত্তিক বিরতি নির্ধারণ করা হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <h1>চাঁদপুর</h1>
  <p>চাঁদপুর হলো ইলিশের শহর।</p>
    
  <hr>
    
  <h1>রক্তধারা</h1>
  <p>রক্তধারা চাঁদপুরের একটি অনন্য ভাস্কর্য।</p>

</body>
</html>

ফলাফল





এট্রিবিউট

নিচের টেবিলে <hr> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ণনা
align left
center
right
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
<hr> এলিমেন্টের align নির্ধারণ করে।
noshade noshade এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
<hr> এলিমেন্টের জন্য শ্যাডো কালারের পরিবর্তে সলিড কালার নির্ধারণ করে।
size pixels এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
<hr> এলিমেন্টের উচ্চতা নির্ধারণ করে।
width pixels
%
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
<hr> এলিমেন্টের প্রস্থ নির্ধারণ করে।


<hr> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<hr> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <hr> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

hr {
    display: block;
    margin-top: 0.5em;
    margin-bottom: 0.5em;
    margin-left: auto;
    margin-right: auto;
    border-style: inset;
    border-width: 1px;
  }


সম্পর্কিত পেজ