এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <ruby> ট্যাগ


<ruby> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<ruby> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<ruby> ট্যাগের মাধ্যমে একটি রুবি টীকা(Ruby Annotation) বুঝায়।

একটি রুবি টীকা(Ruby Annotation) হলো ছোট অতিরিক্ত টেক্সট, কারেক্টরের উচ্চারন অথবা অর্থ বুঝানোর জন্য মেইন টেক্সটের সাথে যুক্ত থাকে। জাপানিজ পাবলিকেশনে এই ধরনের টীকা প্রায়ই ব্যবহার করা হয়।

<rp> ট্যাগ <ruby> এবং <rt> ট্যাগের সাথে একত্রে ব্যবহার করুন। <ruby> এলিমেন্টটি এক বা একাধিক অক্ষর দিয়ে গঠিত, যেটির ব্যাখ্যা/উচ্চারন প্রয়োজন এবং <rt> এলিমেন্ট এ ব্যাখ্যা/উচ্চারন সংক্রান্ত তথ্য সরবরাহ করে। যেসব ব্রাউজারে রুবি টীকা(Ruby Annotations) সাপোর্ট করেনা সেসব ব্রাউজারের ক্ষেত্রে কি পদক্ষেপ গৃহীত হবে তা <rp> এলিমেন্টের মাধ্যমে নির্ধারণ করা হয়।



নিচের উদাহরণে <ruby> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <ruby>
    漢 <rp>(</rp><rt>Kan</rt><rp>)</rp>
    字 <rp>(</rp><rt>ji</rt><rp>)</rp>
  </ruby>

</body>
</html>

ফলাফল





<ruby> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


সম্পর্কিত পেজ