এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <sub> ট্যাগ


<sub> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<sub> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<sub> ট্যাগ দ্বারা সাবস্ক্রিপ্ট টেক্সট বুঝায়। সাধারণত সাবস্ক্রিপ্ট টেক্সটি স্বাভাবিক লাইনের চেয়ে কিছুটা নিচে থাকে। সাবস্ক্রিপ্ট টেক্সট প্রায়ই H2O, H2SO4, NH3, NH4, CO2 এর মতো কেমিকেল ফর্মুলায় ব্যবহার করা হয়।

বিঃদ্রঃ সুপারস্ক্রিপ্ট টেক্সট বুঝাতে <sup> ট্যাগটি ব্যবহার করুন।



নিচের উদাহরণে <sub> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <p>পানির রাসায়নিক সংকেত হলো H<sub>2</sub>O</p>
  <p>কার্বন-ডাই-অক্সাইডের রাসায়নিক সংকেত হলো CO<sub>2</sub></p>
  <p>সালফিউরিক এসিডের রাসায়নিক সংকেত হলো H<sub>2</sub>SO<sub>4</sub></p>

</body>
</html>

ফলাফল





<sub> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<sub> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <sub> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

sub {
    vertical-align: sub;
    font-size: smaller;
  }


সম্পর্কিত পেজ