এইচটিএমএল <rt> ট্যাগ
<rt>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<rt> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
<rt>
ট্যাগ রুবি টীকার(Ruby Annotation) ক্যরেক্টারের(পূর্ব এশিয় টাইপোগ্রাফী) ব্যখ্যা অথবা উচ্চারন বুঝায়।
<rp>
ট্যাগ <ruby>
এবং <rt>
ট্যাগের সাথে একত্রে ব্যবহার করুন। <ruby>
এলিমেন্টটি এক বা একাধিক অক্ষর দিয়ে গঠিত, যেটির ব্যাখ্যা/উচ্চারন প্রয়োজন এবং <rt>
এলিমেন্ট এ ব্যাখ্যা/উচ্চারন সংক্রান্ত তথ্য সরবরাহ করে। যেসব ব্রাউজারে রুবি টীকা(Ruby Annotations) সাপোর্ট করেনা সেসব ব্রাউজারের ক্ষেত্রে কি পদক্ষেপ গৃহীত হবে তা <rp>
এলিমেন্টের মাধ্যমে নির্ধারণ করা হয়।
নিচের উদাহরণে <rt>
এলিমেন্টের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<ruby>
漢 <rp>(</rp><rt>Kan</rt><rp>)</rp>
字 <rp>(</rp><rt>ji</rt><rp>)</rp>
</ruby>
</body>
</html>
ফলাফল
<rt>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<rt>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <rt>
এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
rt {
line-height: normal;
}