এইচটিএমএল <title> ট্যাগ
<title>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<title> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
প্রত্যেকটি এইচটিএমএল ডকু্মেন্টের মধ্যে <title>
ট্যাগ থাকা আবশ্যক। এটি একটি এইচটিএমএল ডকুমেন্টের শিরোনাম উল্লেখ করে।
<title>
এলিমেন্টটিঃ
- ব্রাউজারের টুলবারের জন্য title নির্দিষ্ট করে।
- ব্রাউজারের favorite অপশনে কোন পেজ যোগ করলে title নামটাই favorite বক্সে ডিফল্ট আকারে থাকে।
- সার্চ-ইঞ্জিনের সার্চ রেজাল্টে পেজের title প্রদর্শন করে।
নিচের এই উদাহরণের মধ্যমে আমরা দেখে আসি কিভাবে এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে <title>
ট্যাগ ব্যবহার করা হয়ঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>এইচটিএমএল title ট্যাগ</title>
</head>
<body>
ডকুমেন্টের কন্টেন্ট......
</body>
</html>
ফলাফল
টীকা ও মন্তব্যঃ
- একটি এইচটিএমএল ডকুমেন্টের জন্য আপনি একাধিক
<title>
ব্যবহার করতে পারবেন না। - আপনি যদি
<title>
ট্যাগ ব্যবহার না করেন তবে আপনার এইচটিএমএল ডকুমেন্টটি ভ্যালিড হবে না।
<title>
ট্যাগে গ্লোবাল ও ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে না |
<title>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <title>
এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
title {
display: none;
}