এইচটিএমএল <section> ট্যাগ
<section>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<section> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
ডকুমেন্টের মধ্যে সেকশন তৈরি করার জন্য <section>
ট্যাগটি ব্যবহার করা হয়। যেমনঃ অধ্যায়, হেডার, ফুটার এবং অন্যান্য।
নিচের উদাহরণে <section>
ট্যাগের মাধ্যমে ডকুমেন্টের মধ্যে একটি সেকশন তৈরি করা হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<section>
<h1>জাভা</h1>
<h2>ইনহেরিটেন্স</h2>
<p>ইনহেরিটেন্স বলতে সুপার-ক্লাস এবং সাব-ক্লাসের সম্পর্ককে বুঝায়।</p>
</section>
<hr>
<section>
<h1>সি প্রোগ্রামীং</h1>
<h2>কী-ওয়ার্ড</h2>
<p>সি প্রোগ্রামিং এ কীওয়ার্ড হলো সংরক্ষিত(reserved) শব্দ যা সিনট্যাক্স(syntax)-এর অংশ।</p>
</section>
</body>
</html>
বিঃদ্রঃ <section>
ট্যাগটি ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এবং তার আগের ভার্সনে সাপোর্ট করে না।
ফলাফল
<section>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<section>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <sectionpt>
এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
section {
display: block;
}