এইচটিএমএল <u> ট্যাগ
<u> ট্যাগের ব্রাউজার সাপোর্ট
| এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
|---|---|---|---|---|---|
<u> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
<u> ট্যাগের মাধ্যমে লিখিত টেক্সট সাধারণ টেক্সটের চেয়ে স্টাইলগত ভিন্ন হয়। এটি টেক্সটের নিচে আন্ডারলাইন যুক্ত করে।
নিচের উদাহরণে <u> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<p>This is a <u>pheragraph</u>.</p>
</body>
</html>
বিঃদ্রঃ উপরের উদাহরণে paragraph বানানটি ভূল হওয়ায় এটিকে <u> ট্যাগের মধ্যে রাখা হয়েছে।
ফলাফল
টীকা ও মন্তব্যঃ
<u>এলিমেন্টটি ব্যবহার থেকে বিরত থাকুন। কারন এটি দেখতে লিংকের মতো দেখায়, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।- আন্ডারলাইন ইফেক্ট অর্জন করার জন্য এইচটিএমএল(৫)-এ
<u>এলিমেন্টের চেয়েও উপযুক্ত এলিমেন্ট রয়েছে।
<u> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
| গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
|---|---|
| সাপোর্ট করে | সাপোর্ট করে |
<u> ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <u> এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
উদাহরণ
u {
text-decoration: underline;
}