এইচটিএমএল <samp> ট্যাগ
<samp>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<samp> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
<samp>
ট্যাগের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম থেকে সাধারন আউটপুটকে বুঝায়। এটি একটি phrase ট্যাগ।
এই ট্যাগটি এখনো বাদ দেয়া হয়নি। আপনি চাইলে সিএসএস দিয়ে এর চেয়ে ভালো ইফেক্ট অর্জন করতে পারবেন। তাই কম্পিউটার প্রোগ্রাম থেকে সাধারন আউটপুট নির্দেশ করার জন্য সিএসএস ব্যবহার করাই শ্রেয়।
নিচের উদাহরণে <samp>
ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<samp>This is a output of computer program.</samp>
</body>
</html>
ফলাফল
<samp>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<samp>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <samp>
এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
samp {
font-family: monospace;
}