এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল<acronym> ট্যাগ

এইচটিএমএল(৫) এ সাপোর্ট করে না।


<acronym> ট্যাগের ব্রাউজার সাপোর্ট

এলিমেন্ট
<acronym> হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সংজ্ঞা ও ব্যবহার

<acronym> ট্যাগটি এইচটিএমএল(৫) এ সাপোর্ট করে না, এর পরিবর্তে <abbr>ট্যাগ ব্যবহার করুন।

<acronym> ট্যাগ একটি acronym কে নির্দেশ করে।

<acronym> এর মাধ্যমে যে শব্দগুলোর সম্পূর্ণ অর্থ বের করা হবে তা অবশ্যই সংক্ষিপ্ত হবে। যেমনঃ NASA, ASAP, GUI

<acronym> ট্যাগের মধ্যে গ্লোবাল টাইটেল এট্রিবিউটের মাধ্যমে শব্দের সম্পূর্ণ abbreviation লিখে দেওয়ার ফলে এটি ব্রাউজারকে এবং সার্চ ইঞ্জিনকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।


উদাহরণ

নিচের উদাহরনে acronym এর ব্যবহার দেখনো হলোঃ

<!DOCTYPE html>
<html>
<body>

<acronym title="দূর্নীতি দমন কমিশন">দূদক </acronym> বলতে কি বুঝ?

</body>
</html> 

ফলাফল




টীকা ও মন্তব্যঃ