এইচটিএমএল <frameset> ট্যাগ
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
<frameset>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | |||||
---|---|---|---|---|---|
<frameset> | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
সংজ্ঞা ও ব্যবহার
এইচটিএমএল(৫)-এ <frameset> ট্যাগ সাপোর্ট করেনা।
<frameset> ট্যাগ একটি ফ্রেমসেট নির্ধারন করে।
<frameset> এলিমেন্ট একটা বা ততোধিক <frame> এলিমেন্ট ধারন করে। প্রতিটি <frame> এলিমেন্ট একটি পৃথক ডকুমেন্ট ধারন করতে পারে।
<frameset> এলিমেন্ট ফ্রেমসেট এর মধ্যে কতগুলো column and row হবে এবং এগুলোর কত পারসেন্ট/পিক্সেল স্থান দখল করবে তা নির্ধারণ করে।
দ্রষ্টাব্যঃ যদি আপনি একটি পেজে ধারনকারী ফ্রেম যাচাই করতে চান, তাহলে <!DOCTYPE> এর উভয় সেট "এইচটিএমএল ফ্রেমসেট DTD" অথবা "এক্সএইচটিএমএল ফ্রেমসেট DTD"নিশ্চিত হতে হবে।
উদাহরণ
তিনটি ফ্রেম পেজ
<!DOCTYPE html>
<html>
<body>
<frameset cols="25%,*,25%">
<frame src="frame_a.htm">
<frame src="frame_b.htm">
<frame src="frame_c.htm">
</frameset>
</body>
</html>
এট্রিবিউট
নিচের টেবিলে <frameset> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
---|---|---|
cols | pixels % * |
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। একটি ফ্রেমের মধ্যে column এর নাম্বার এবং সাইজ নির্দিষ্ট করে। |
rows | pixels % * |
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
একটি ফ্রেমের মধ্যে row এর নাম্বার এবং সাইজ নির্দিষ্ট করে। |