এইচটিএমএল <dir> ট্যাগ।
এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
<dir>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | |||||
---|---|---|---|---|---|
<dir> | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ |
সংজ্ঞা ও ব্যবহার
<dir> ট্যাগটি এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। তাই সিএসএস এ ব্যবহার করুন।
<dir> ট্যাগ ডিরেক্টরি লিষ্ট তৈরী করতে ব্যবহৃত হয়
উদাহরণ
একটি ডিরেক্টরির তালিকা:
<!DOCTYPE html>
<html>
<body>
<dir>
<li>এইচটিএমএল</li>
<li>এক্সএইচটিএমএল</li>
<li>সিএসএস</li>
</dir>
</body>
</html>
ফলাফল
টীকা ও মন্তব্যঃ
- সিএসএস স্টাইল লিষ্ট ব্যবহার করুন! সিএসএস সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন styling lists টিউটোরিয়ালে।
এট্রিবিউট
নিচের টেবিলে <dir> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ
এট্রিবিউট | ভ্যালু | বর্ণনা |
---|---|---|
compact | compact | এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না। এর মাধ্যমে লিষ্টগুলোকে নরমাল থেকে ছোট করে। |